ফিলিস্তিনে ইসরায়েলি বিমান হামলায় নিহত ৩২

প্রকাশ | ১৪ নভেম্বর ২০১৯, ১২:৩৮

অনলাইন ডেস্ক

ফিলিস্তিনে ইসরায়েলের বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩২ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন আরো শতাধিক। বিমান হামলায় হতাহতদের অধিংকাশই সাধারণ মানুষ বলে জানা গেছে।

ইসরায়েলের এই হামলায় দুজন শীর্ষ পর্যায়ের কমান্ডারও নিহত হয়েছেন বলে বুধবার এক বিবৃতিতে জানিয়েছে জিহাদ আন্দোলনের সশস্ত্র শাখা আল-কুদস ব্রিগেড।

যদিও ইহুদিবাদী রাষ্ট্রটির গণমাধ্যমগুলো জানায়, গাজা সীমান্তে অতিরিক্ত সেনা মোতায়েনের মাধ্যমে নিজেদের শক্তি বৃদ্ধি করছে ইসরায়েল। এই সেনা বহরে রয়েছে- আয়রন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ইউনিটস, সামরিক গোয়েন্দা এবং হোম ফ্রন্ট কমান্ডের সদস্যরা।

বিশ্লেষকদের মতে, ইসরায়েলের হোম ফ্রন্ট কমান্ডের সেনাদের সাধারণত দেশের গুরুতর সংকট ও যুদ্ধ পরিস্থিতিতে মোতায়েন করা হয়।

যদিও গাজা উপত্যকা থেকে এরই মধ্যে ইসরায়েলের দিকে বেশকিছু রকেট হামলাও চালিয়েছে ইসলামিক জিহাদের সদস্যরা। যার প্রেক্ষিতে বর্তমানে অঞ্চলটিতে ব্যাপক উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে।