তীব্র খরায় ২০০ হাতির মৃত্যু

প্রকাশ | ১৩ নভেম্বর ২০১৯, ১৬:১৪

অনলাইন ডেস্ক

জিম্বাবুয়ে তীব্র খরায় গত দুই মাসে সর্ববৃহৎ হোয়াঙ্গে ন্যাশনাল পার্কে অন্তত দুইশ’ হাতির মৃত্যু হয়েছে। এছাড়া ব্যাপকহারে মারা যাচ্ছে জিরাফ, মহিষ ও হরিণসহ অন্য প্রাণীরা।

জিম্বাবুয়ে পার্ক ও বন্যপ্রাণী ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র তানাশে ফারাও বলেন, বৃষ্টি না হলে এ অবস্থার উন্নতি সম্ভব নয়।

তিনি আরও বলেন, খাবার ও পানির খোঁজে অনেক প্রাণী, বিশেষ করে হাতি লোকালয়ে চলে যায়। কখনো কখনো ওরা স্থানীয়দের আক্রমণ করে বসে। তখন আত্মরক্ষার্থে স্থানীয়রা পাল্টা আক্রমণ করে। এভাবেও প্রাণ হারিয়েছে অনেক হাতি।

হাতির কারণে চিড়িয়াখানার সবজি উৎপাদন ব্যহত হয়েছে। এখানে ১৫ হাজার হাতি থাকার মতো উপযুক্ত। কিন্তু এখন রয়েছে ৫০ হাজারের বেশি হাতি।

বর্তমানে প্রাণীগুলোর রক্ষণাবেক্ষণের জন্য বছরে ৪০ মিলিয়ন ডলার দরকার, কিন্তু তার মাত্র অর্ধেক জোগাড় হচ্ছে। এক্ষেত্রে সরকারি কোনো বরাদ্দও নেই।

বন্য হাতির সংখ্যা দ্রুত বাড়তে থাকায়, তাদের সংরক্ষণে অনেক ঝামেলা পোহাতে হচ্ছে। ২০১৬ থেকে এখন পর্যন্ত ১০১ হাতিকে চীন ও সংযুক্ত আরব আমিরাতসহ অন্য দেশে বিক্রি করা হয়েছে।

সূত্র: দ্য টেলিগ্রাফ