ইরানে ৫,৩০০ কোটি ব্যারেল তেলের খনি আবিস্কার

প্রকাশ : ১২ নভেম্বর ২০১৯, ১২:৪৮

সাহস ডেস্ক

ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি জানিয়েছেন, ‘দক্ষিণ-পশ্চিমাঞ্চলের খুজেস্তান প্রদেশে ৫,৩০০ কোটি ব্যারেল তেলসমৃদ্ধ একটি খনির আবিস্কার হয়েছে।’

গত ১০ নভেম্বর (রবিবার) দেশটির মধ্যাঞ্চলীয় একটি শহরে এক সমাবেশে এই তেল খনি আবিস্কারের ঘোষণা দেন তিনি।

হাসান রুহানি বলেন, ‘এটি এতটাই বিশাল যে বোস্তান থেকে শুরু করে উমিদেহ পর্যন্ত এটার বিস্তৃতি। এটি প্রায় ২,৪০০ বর্গ কিলোমিটার এলাকাজুড়ে অবস্থিত। খনি ভূগর্ভে প্রায় ৮০ মিটার পর্যন্ত গভীর।’

তিনি আরো বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্র শত্রুতা রাখলেও আমরা এই আবিষ্কার করতে সক্ষম হয়েছি। কোনো শত্রুই ইরানের উন্নতি রুখে দিতে পারবে না। খনিটি আমাদের অন্যতম বৃহত্তম একটি খনি।’

খুজেস্তান প্রদেশে আবিষ্কৃত নতুন খনিটি সেদেশের দ্বিতীয় বৃহত্তম তেলের খনি হতে চলেছে। এখানে যে পরিমাণ তেল মজুদ রয়েছে বলে তথ্য মিলেছে তাতে ইরানের মোট সঞ্চিত তৈল ভাণ্ডার এক ধাক্কায় এক-তৃতীয়াংশ বৃদ্ধি পাবে বলেই মনে করা হচ্ছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত