মেলবোর্নে ‘সৎ মানুষের খোঁজে’

প্রকাশ : ১১ নভেম্বর ২০১৯, ১৯:১০

সাহস ডেস্ক

অস্ট্রেলিয়ার মেলবোর্নে রেনেসাঁ ড্রামা সোসাইট প্রযোজিত ‘সৎ মানুষের খোঁজে’ নাটকটি ১৯ অক্টোবর এলটোনা সিটি থিয়েটার মঞ্চে আর পরেরদিন ২০ অক্টোবর সাউথ অকলেই কলেজ মঞ্চে প্রদর্শিত হয়।

জার্মানি ভাষার এই গল্পের মূল লেখক জার্মানির প্রখ্যাত ঔপন্যাসিক বের্টোল্ট ব্রেখট (১৮৯৮-১৯৫৬) আর বাংলায় অনুবাদ করেছেন আলী যাকের। সম্পাদনা করেছেন কামরুজ্জামান বালার্ক। নাটকে ব্যবহৃত চারটি গানের তিনটি গানের গীতিকারও তিনি। গানের সুরকার সাগর, জুয়েল ও হীরা।

কণ্ঠশিল্পী শিউলি, রিয়া, শুক্তি, হীরা, জুয়েল, ইভান, সাগর, নাজমা ও ডা. করিম। অভিনয় করেছেন নাহিদ নাজনীন সিলভী, লুৎফুর রাব্বী, কামরুজ্জামান বালার্ক, সাব্বির আহমেদ শোভন, মম মজিদ, ডা. আজিজুল করিম, হীরা চৌধুরী, সানজিদা শারমিন রিয়া, সাগর, জুয়েল, ইভান, ডিনা চৌধুরী, সাইফ রবি, জেসমিন আক্তার শিউলি, শিশুশিল্পী জায়নাব আহমেদ প্রমুখ।

প্রায় তিন ঘণ্টার এই মঞ্চ নাটকের নেপথ্যে অনেক কলাকুশলী রয়েছে যারা সবাই মেলবোর্ন প্রবাসী রেনেসাঁর সদস্য। প্রায় তিনশ বা তার অধিক দর্শক উপভোগ করেছেন এই নাটক।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত