ভারতে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, আহত ৩০

প্রকাশ | ১১ নভেম্বর ২০১৯, ১৬:২৬

অনলাইন ডেস্ক

ভারতের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ হায়দরাবাদে যাত্রীবাহী দুটি ট্রেনের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৩০ জন গুরুতর আহত হয়েছে।

উদ্ধার কর্মকর্তাদের আশঙ্কা, প্রকৃত হতাহতের সংখ্যা এখনই নিশ্চিত করা না গেলেও সামনে এই সংখ্যা আরও বাড়তে পারে।

সোমবার (১১ নভেম্বর) সকালে হায়দরাবাদের কাচিগুদা রেলস্টেশনে যাত্রীবাহী দুই ট্রেনের মধ্যে মুখোমুখি সংঘর্ষটি ঘটে।

বর্তমানে ক্ষতিগ্রস্ত ট্রেন দুটির দুমড়ে-মুচড়ে যাওয়ার বগির ভেতর থেকে আটকা পড়া চালকদের উদ্ধারের চেষ্টা চলছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটির কারণেই ভয়াবহ এই দুর্ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনার পূর্বে দুটি ট্রেন একই লাইনে চললেও তাদের কাছে কোনো ধরনের সংকেত কিংবা সতর্ক বার্তা পাঠানো হয়নি।