ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট লুলার মুক্তি

প্রকাশ : ১০ নভেম্বর ২০১৯, ১৫:৫০

সাহস ডেস্ক

প্রায় দেড় বছর পর কারাদণ্ড ভোগ থেকে মুক্তি পেয়েছেন ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা।

সাবেক এই প্রেসিডেন্টকে স্বাগত জানাতে গতকাল শনিবার (৯ নভেম্বর) জেলের বাইরে সমবেত হয়েছিলেন ব্রাজিলের হাজার হাজার মানুষ। 

ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় কুরিটিবা নগরীর ফেডারেল পুলিশ সদরদফতর থেকে বেরিয়ে আসার সময় কালো টি-শার্ট ও স্যুট জ্যাকেট পরিহিত সাবেক এ প্রেসিডেন্টকে বেশ উত্তেজিত দেখা যাচ্ছিল। এসময় সমর্থকদের উদ্দেশ্যে হাত তুলে বিজয় চিহ্ন দেখান তিনি।

৭৪ বছর বয়সী ব্রাজিলের এ সাবেক প্রেসিডেন্টকে দ্রুত মুক্তি দেয়ার জন্য তার আইনজীবীরা আবেদন জানানোর কয়েক ঘণ্টা পর তিনি কারাগার থেকে ছাড়া পেলেন।

২০১৮ সালের এপ্রিল থেকে সেখানে তাকে বন্দি রাখা হয়েছিল। দুর্নীতি ও অর্থ পাচার করার দায়ে তিনি প্রায় নয় বছরের সাজা ভোগ করছিলেন।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাতে সর্বোচ্চ আদালত লুলার বিরুদ্ধে দেয়া নিম্ন আদালতের সাজা খারিজ করে দেয়।

 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত