ইয়র্কশায়ারে ভয়াবহ বন্যা, সতর্কতা জারি

প্রকাশ : ০৮ নভেম্বর ২০১৯, ১৭:৪৬

সাহস ডেস্ক

যুক্তরাজ্যের উত্তরাঞ্চলের ইয়র্কশায়ার টানা বর্ষণের ফলে সৃষ্টি হয়েছে বন্যা। যার ফলে পানিবন্দি হয়ে পড়েছেন সেখানকার হাজারো মানুষ।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) ইয়র্কশায়ারের কয়েকটি এলাকায় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে স্থানীয় কর্তৃপক্ষ।

গত কয়েকদিনের বর্ষণে জলাবদ্ধতা দেখা দেয় কাউন্টির নিম্নাঞ্চলগুলোতে। ডন নদীর পানি উপচে মুহূর্তেই প্লাবিত হয় গোটা এলাকা। এতে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা।

এদিকে, ডন নদীর তীরবর্তী এলাকায় শতাধিক কটেজ পানিতে তলিয়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানও। রাস্তাঘাট পানিতে তলিয়ে যাওয়ায় বন্ধ হয়ে গেছে সড়ক যোগাযোগও।

রেল যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় কাউন্টির সঙ্গে অন্য শহরগুলোর যোগাযোগ বাধাগ্রস্ত হচ্ছে। ক্তিগত গাড়ি রাস্তায় না নামানোর নির্দেশ দিয়েছে প্রশাসন। পাশাপাশি আতঙ্কিত না হওয়ারও পরামর্শ দেওয়া হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত