কাশ্মীরে চালু হচ্ছে রেল যোগাযোগ

প্রকাশ : ০৭ নভেম্বর ২০১৯, ১১:৩৬

সাহস ডেস্ক

টানা তিন মাসেরও অধিক সময় যাবত বন্ধ থাকার পর অবশেষে চালু হতে যাচ্ছে কাশ্মীরের রেল যোগাযোগ। স্থানীয় প্রশাসনের এক মুখপাত্র বলেন, আগামী সপ্তাহের সোমবার (১১ নভেম্বর) পুনরায় এই অঞ্চলের সঙ্গে গোটা দেশের রেল যোগাযোগ শুরু হবে।

এ দিকে কাশ্মীরের বিভাগীয় কমিশনার বশির আহমেদ খান স্থানীয় রেল কর্তৃপক্ষকে পরবর্তী তিনদিন পরিস্থিতি পর্যবেক্ষণ করতে বলেছেন। সেক্ষেত্রে সবকিছু স্বাভাবিক থাকলে আগামী ১০ নভেম্বর থেকে পরীক্ষামূলকভাবে ট্রেন চালানো হবে। রেল কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে বশির আহমেদ নির্দেশনাটি দেন।

জম্মু-কাশ্মীরের স্বায়ত্তশাসন বাতিলের পর থেকেই অঞ্চলটিতে প্রায় ১০ লাখ সেনা মোতায়েন করে ভারত। বন্ধ করে দেওয়া হয় মোবাইল ফোন ও ইন্টারনেট সেবা। এর মধ্যে সেখানে মোবাইল ফোন সেবা চালু হলেও ইন্টারনেট সেবা এখনো স্বাভাবিক হয়নি।

গত ৩১ অক্টোবর চূড়ান্ত উত্তেজনার মধ্যেই বিভক্ত করা হয়েছে ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীর এবং লাদাখকে। যেখানে জম্মু ও কাশ্মীরকে একসঙ্গে এবং চীন সীমান্ত সংলগ্ন লাদাখ উপত্যকাকে অন্য অংশে বিভক্ত করা হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত