ব্রিটিশ কাউন্সিলের সঙ্গে সহযোগিতা নিষিদ্ধ করল ইরান

প্রকাশ : ০৬ নভেম্বর ২০১৯, ১৫:৪৩

সাহস ডেস্ক

ব্রিটিশ কাউন্সিলের সঙ্গে সব ধরনের সহযোগিতামূলক কার্যক্রম নিষিদ্ধ করেছে ইরানের গোয়েন্দা বিষয়ক মন্ত্রণালয়। দেশটির কোনো নাগরিক ব্রিটিশ কাউন্সিলকে সহযোগিতা করলে আইন অমান্য করার দায়ে তার বিচার করা হবে বলে জানিয়েছে।

এক বিবৃতিতে ইরানি গোয়েন্দা বিষয়ক মন্ত্রণালয় জানায়, বিশ্বের বহু দেশে হস্তক্ষেপ ও গুপ্তচরবৃত্তির নেটওয়ার্ক গড়ে তোলার ইতিহাস ব্রিটেনের রয়েছে। এবার ব্রিটিশ কাউন্সিলের মাধ্যমে সাংস্কৃতিক তৎপরতা চালানোর নামে ইরানে  গুপ্তচরবৃত্তির পরিকল্পনা করেছিল ব্রিটেন। বিবৃতিতে বলা হয়, কিন্তু ইরানের গোয়েন্দা সংস্থাগুলো সঠিক সময়ে পদক্ষেপ নেয়ায় ব্রিটিশ সরকারের সে ষড়যন্ত্র নস্যাত হয়ে গেছে।

ব্রিটিশ কাউন্সিলের ওয়েবসাইট বলছে, ইরানে তাদের কোনো দপ্তর নেই। কিন্তু ইরানে গুপ্তভাবে লোক নিয়োগ দিয়েছে ওই কাউন্সিল। এরইমধ্যে ইরানের গোয়েন্দা নেটওয়ার্কের কাছে ধরা পড়েছে ব্রিটিশ কাউন্সিলের এক নারী কর্মী।

গত আগস্টে গুপ্তচরবৃত্তির অভিযোগে ওই নারীকে ১০ বছরের কারাদণ্ডের শাস্তি বহাল রেখেছে ইরানের সুপ্রিম কোর্ট। আরাম আমিরি নামের ওই নারী লন্ডনের ব্রিটিশ কাউন্সিলের হয়ে কাজ করতেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত