দিল্লির বাতাসে বিষাক্ত গ্যাস ছেড়েছে পাকিস্তান: বিজেপি নেতা

প্রকাশ : ০৬ নভেম্বর ২০১৯, ১৪:০৮

সাহস ডেস্ক

মিরাটের বিজেপি নেতা ভিনিত আগারওয়াল সার্দা বলেছেন, ‘আমাদের ভয়ে আতঙ্কিত এমন একটি প্রতিবেশী দেশ বিষাক্ত গ্যাস নয়াদিল্লির বাতাসে ছেড়ে দিতে পারে বলে আশঙ্কা রয়েছে।’

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিতে পাকিস্তান আতঙ্কিত বলে মন্তব্য করে তিনি বলেন, ‘ভারতকে অবশ্যই এ ব্যাপারটি গুরুত্বের সঙ্গে দেখতে হবে যে নয়াদিল্লির বাতাসে ইসলামাবাদ বিষাক্ত গ্যাস নিক্ষেপ করেছে কিনা।’

এছাড়া এই দূষণের জন্য যেসব সরকারি কর্মকর্তা কারখানা ও কৃষিকে দায়ী করছেন, তাদেরও সমালোচনা করেন এই কট্টর হিন্দুত্ববাদী নেতা।

তিনি বলেন, কৃষকরা আমাদের দেশের মেরুদণ্ড। কৃষি ও কারখানাকে কখনোই দায়ী করা উচিত হবে না।

চলতি সপ্তাহে স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন সবাইকে দূষণজনিত রোগ থেকে রক্ষা পেতে ভিটামিনসমৃদ্ধ গাজর খেতে পরামর্শ দেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত