থাইল্যান্ডে বিদ্রোহীদের হামলায় নিহত ১৫

প্রকাশ : ০৬ নভেম্বর ২০১৯, ১১:২৭

সাহস ডেস্ক

থাইল্যান্ডে একটি তল্লাশি চৌকিতে বিদ্রোহীদের হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। এতে আরো ৪ জন আহত হয়েছে।

মঙ্গলবার (৫ নভেম্বর) গভীর রাতে দেশটির মুসলিম প্রধান দক্ষিণাঞ্চলে হামলার ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছেন নিরাপত্তা কর্মকর্তারা।

দক্ষিণাঞ্চলীয় ইয়ালা প্রদেশের এ ঘটনায় হামলাকারীরা বিস্ফোরকও ব্যবহার করেছে। নিরাপত্তা বাহিনীকে নাস্তানাবুদ করতে হামলাকারীরা রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে তারকাঁটা ফেলে রেখে যায়।

বৌদ্ধ প্রধান থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় মালয়-মুসলিম প্রধান প্রদেশ ইয়ালা, পাত্তানি ও নারাথিওয়াতে এক দশক ধরে বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহ চলছে।

এখন পর্যন্ত কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। তবে এ অঞ্চলের কয়েকটি বিদ্রোহী গোষ্ঠী জানিয়েছে, তারা একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য লড়াই করছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত