বুরকিনা ফাসোয় সন্ত্রাসী হামলায় নিহত ১০

প্রকাশ : ০৬ নভেম্বর ২০১৯, ১১:০৭

সাহস ডেস্ক

বুরকিনা ফাসোর উত্তরাঞ্চলীয় মালি সীমান্তবর্তী একটি নিরাপত্তা চৌকিতে সন্ত্রাসী হামলায় অন্তত ১০ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। তাছাড়া আহত হয়েছেন আরও অনেকেই।

মঙ্গলবার (৫ নভেম্বর) ভোররাতে অস্ত্রধারী বেশ কয়েকজন জঙ্গি আওয়ারসির একটি পুলিশ ফাঁড়িতে প্রথম হামলাটি চালায়।

প্রায় কয়েক ঘণ্টা যাবত চলা এই বন্দুকযুদ্ধের পর হামলাকারী জঙ্গিরা ফাঁড়ির ভিতরে ঢুকে পড়ে। এইহামলায় পাঁচ পুলিশ সদস্য নিহত হয়েছে। এতে আরও কমপক্ষে পাঁচ বেসামরিকের প্রাণহানি হয়।

ফরাসি বার্তা সংস্থা ‘এএফপি’ জানায়, পশ্চিম আফ্রিকার এই দেশটির সেনারা মূলত জিহাদিদের বিরুদ্ধে লড়াই করছে। আর এ যুদ্ধে এখন পর্যন্ত শত শত লোকের প্রাণহানি হয়েছে।

মর্মান্তিক এই হামলার জন্য এখন পর্যন্ত কোনো গোষ্ঠী কিংবা সংগঠন দায় স্বীকার না করলেও এতে স্থানীয় জঙ্গিদেরই দায়ী করছে প্রশাসন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত