ইরাকে পুলিশের গুলিতে নিহত ৬

প্রকাশ | ০৫ নভেম্বর ২০১৯, ১৭:২৯

অনলাইন ডেস্ক

ইরাকে সরকারবিরোধী বিক্ষোভে সোমবার (৪ নভেম্বর) বিক্ষোভে পুলিশের গুলিতে নিহত হয়েছে অন্তত ৬ জন। আহত হয়েছে অর্ধশত। এ নিয়ে চলমান বিক্ষোভে আড়াইশতাধিক ইরাকি নিহত হয়েছে। 

এদিকে নিরাপত্তা বেষ্টনী টপকে রাজধানীর গ্রিনজোনে প্রবেশের চেষ্টা করে বিক্ষোভকারীরা। সেখানে প্রধানমন্ত্রীর দপ্তরসহ সরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যালয় রয়েছে। আন্দোলনকারীদের পুলিশ বাধা দিলেই ছড়িয়ে পড়ে সংঘর্ষ। 

বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল, জলকামান, রাবার বুলেটের পাশাপাশি গুলি চালায় পুলিশ। দু'পক্ষের সংঘাতে হতাহত হন অন্তত ৬০ জন।

বিক্ষোভ হয়েছে বন্দরনগরী উম কাসর, দক্ষিণাঞ্চলীয় সাতারাসহ বিভিন্ন শহরে।

তারা বলছেন, স্বতঃস্ফুর্তভাবে আমরা আন্দোলনে অংশ নিয়েছি। আমাদের এ লড়াই দেশের জন্য, মাতৃভূমির জন্য।