কঙ্গোতে ট্রাক উল্টে নিহত ২২ শ্রমিক

প্রকাশ : ০২ নভেম্বর ২০১৯, ১৪:৩৬

সাহস ডেস্ক

কঙ্গোতে একটি ভারতীয় খনন প্রতিষ্ঠানের মাইনিং ট্রাক দুর্ঘটনার কবলে পড়েছে। এতে অন্তত ২২ শ্রমিকের প্রাণহানি হয়েছে। আহত হয়েছেন আরও কমপক্ষে দশজন।

১ নভেম্বর (শুক্রবার) বিকালে তাঙ্গানিয়াকা প্রদেশের মুটেটেনিয়া গ্রামে দুর্ঘটনার শিকার ট্রাকটি উল্টে যাওয়ার সময় বাহনটিতে বেশ কিছু যাত্রী ছিলেন। এ দিন মানোনো শহর থেকে লুবুম্বাশির দিকে যাওয়ার সময় মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটে।

প্রশাসক পিয়েরে মুকাম্বা বলেন, ‘ট্রাকটি উল্টে যাওয়ার আগে আচমকা একটি পাহাড়ে ধাক্কা লাগে। গাড়িটির মালিক তাঞ্জানিয়ায় নিবন্ধিত ভারতীয় কোম্পানি মাইনিং মিনারেল রিসোর্সেসের (এমএমএর) একজন সদস্য।

বিশ্লেষকদের মতে মধ্য আফ্রিকার এই দেশটিতে নিম্নমানের ও দুর্গম সড়ক ব্যবস্থার কারণে প্রায়ই এমন মারাত্মক দুর্ঘটনা ঘটে থাকে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত