প্রবল বেগে ধেয়ে আসছে ঘুর্নিঝড় ‘মহা’

প্রকাশ : ০২ নভেম্বর ২০১৯, ১২:৫৮

সাহস ডেস্ক

ভারতে ১৪০ কিলোমিটার বেগে ধেয়ে আসছে প্রবল শক্তিশালী ঘুর্নিঝড় ‘মহা’। যার জেরে ভারতের গোয়া উপকুলে জারি করা হয়েছে রেড এলার্ট সতর্কতা।

দিল্লির আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, সমুদ্রে ক্রমশই শক্তি বাড়িয়ে চলেছে ঘুর্নিঝড় মহা। ক্রমশ তা ধেয়ে আসছে ভারতের গোয়া উপকুলের দিকে। এই ঘূর্নিঝড়ের ফলে সমুদ্র উত্তাল। প্রবল জলোচ্ছাসের আশঙ্কায় গোয়া উপকুলে সতর্কতা জারি করে হয়েছে।

আগামী ২৪ ঘণ্টায় এই দুর্যোগের মাত্রা ক্রমশই বাড়বে। এদিকে সমুদ্র তীরবর্তী এলাকা থেকে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। যে কোনো প্রয়োজনে যোগাযোগের জন্য খোলা হয়েছে হেল্প লাইন।

ঘূর্ণিঝড়ের প্রভাবে ভারী বৃষ্টিপাত হচ্ছে কেরালা, কর্নাটক ও তামিলনাড়ুতে। লাক্ষাদ্বীপের আকাশও রয়েছে মেঘাচ্ছন্ন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত