বিষাক্ত ধোঁয়ার কবলে নয়াদিল্লি

প্রকাশ : ০২ নভেম্বর ২০১৯, ১২:২৮

সাহস ডেস্ক

দীপাবলি উৎসবের পর বিষাক্ত ধোঁয়ার কারণে ভয়াবহ বায়ূ দূষণের মুখে পড়েছে ভারতের রাজধানী নয়াদিল্লি ও আশেপাশের এলাকা।

এখন দিল্লির দূষণের মাত্রা ‘সিভিয়ার প্লাস’ বা ‘ইমার্জেন্সি’ শ্রেণিতে পড়ছে। সুপ্রিম কোর্টের নির্দেশে জনস্বাস্থ্যের ওপর নজিরবিহীন জরুরি অবস্থা জারি করেছে দেশটির পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ সংস্থা-ইপিসিএ।

দূষণ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ বলেছে, জনস্বাস্থ্য জরুরি অবস্থায় ৫ নভেম্বর পর্যন্ত দিল্লি ও সংলগ্ন এলাকায় সব রকম নির্মাণ কাজ বন্ধ থাকবে। শীতকালে নিষিদ্ধ থাকবে বাজি পোড়ানো।

দূষণের মাত্রা হ্রাস না হওয়া পর্যন্ত শিশু, বয়স্ক এবং স্বাস্থ্য ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর বিশেষ যত্ন নেওয়া উচিত ও খোলা আকাশের নিচে শরীরচর্চা করা থেকে বিরত থাকা উচিত বলে জানিয়েছেন পরিবেশ দূষণ (প্রতিরোধ ও নিয়ন্ত্রণ) কর্তৃপক্ষের চেয়াপারসন ভুহরী লাল।

এদিকে, ৫ই নভেম্বর পর্যন্ত নয়াদিল্লির সব স্কুল বন্ধ থাকবে বলে টুইট করেছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বায়ূ দূষণ পরিস্থিতির উন্নতি না হলে যান চলাচলের ওপর কড়াকড়ি আনা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত