ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসন তদন্ত প্রস্তাব পাশ

প্রকাশ : ০১ নভেম্বর ২০১৯, ১২:৫৫

সাহস ডেস্ক

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে বৃহস্পতিবার (৩১ অক্টোবর) প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিশংসন প্রক্রিয়া এগিয়ে নেওয়ার জন্য একটি প্রস্তাব পাশ হয়েছে। এটিকে অভিশংসন তদন্ত প্রক্রিয়ায় একটু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বলে ধারণা করছেন প্রতিনিধিরা।

বার্তা সংস্থা সিএনএন জানিয়েছে, ২৩২-১৯৬ ভোটে প্রস্তাবটি গৃহীত হয় পুরো হাউজ চেম্বারদের অংশগ্রহণে। প্রতিনিধি পরিষদ কিভাবে অভিশংসন তদন্ত পরবর্তী ধাপে এগিয়ে নেবে প্রস্তাবনাটি ছিল সে বিষয়ে।

তবে জানা যায়, দুই প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট ও রিপাবলিকান দলের ভোটের হিসেবেও প্রতিদ্বন্দ্বী ছিলেন। প্রস্তাবে সাড়া দেননি কোনো রিপাবলিকান। শুধুমাত্র স্বাধীন রিপাবলিকান সদস্য হিসেবে পরিচিত মিসিগানের জাস্টিন এমাশ প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছেন। তবে দউই ডেমোক্র্যাট সদস্য নিউ জার্সির জেফ ভ্যান ড্রিউ ও মিনিসোটার কলিন পিটারসেন প্রস্তাবের বিপক্ষে ভোট দেন। 

তবে এই ভোটাভুটির তীব্র নিন্দা জানিয়েছে হোয়াইট হাউজ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত