লেবাননের প্রধানমন্ত্রীর পদত্যাগ

প্রকাশ : ৩০ অক্টোবর ২০১৯, ১৪:২৮

সাহস ডেস্ক

লেবাননের প্রধানমন্ত্রী সাদ হারিরি পদত্যাগের ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার (২৯ অক্টোবর) রাতে প্রেসিডেন্ট প্রাসাদে গিয়ে মিশেল আউনের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি।

হোয়াটসঅ্যাপ কলে কর বসানোর সিদ্ধান্তের প্রতিবাদে আন্দোলনের শুরু। গত দুই সপ্তাহের টানা বিক্ষোভে অচল হয়ে পড়ে লেবানন। এ অবস্থায় পদত্যাগ করতে রাজি হয়েছেন দেশটির প্রধানমন্ত্রী সাদ হারিরি।

পদত্যাগ সম্পর্কে হারিরি বলেন, লেবানন অচলাবস্থায় পৌঁছেছে। এই সংকট থেকে উত্তরণের জন্য আকস্মিক এক সিদ্ধান্তের প্রয়োজন ছিল।

এদিকে ১৩ দিন আগে হোয়াটসঅ্যাপ কলে কর নিয়ে আন্দোলন শুরু করে লেবাননের জনগণ। এরপর দ্রুতই এর সঙ্গে রাজনৈতিক দুর্নীতি এবং অর্থনৈতিক অনিশ্চয়তার বিষয়টি যুক্ত হয়। সব মিলিয়ে লেবাননে ব্যাপক জনবিক্ষোভ দেখা দেয়, যার কারণে পদত্যাগের সিদ্ধান্ত নিতে বাধ্য হলেন দেশটির প্রধানমন্ত্রী।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত