ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে নিহত ৭

প্রকাশ : ৩০ অক্টোবর ২০১৯, ১২:০৮

সাহস ডেস্ক

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে ৬ দশমিক ৬ মাত্রার শক্তিশালী এক ভূমিকম্পে ৭ জন নিহত হয়েছে। আহত হয়েছেন অনেকেই। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

মঙ্গলবার (২৯ অক্টোবর) স্থানীয় সময় সকাল ৯টা ৪ মিনিটে শক্তিশালী এই ভূমিকম্পটি আঘাত আনে।

ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল মিন্দানাও দ্বীপের রাজধানী দাভাও সিটি থেকে ৬০ মাইল দূরে এবং বুয়াল থেকে ১৪ কিলোমিটার দূরে। ভয়াবহ ওই ভূমিকম্পের সময় আশাপাশে দ্বীপগুলোতে কোনও সুনামি সতর্কতা জারি করেনি মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস)।

শক্তিশালী এই ভূমিকম্পে বহু ঘরবাড়ি ও স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

বিশ্লেষকদের মতে, ফিলিপাইন তথাকথিত ‘রিং অব ফায়ার’ অঞ্চলের পাশে অবস্থিত। তাই সেখানে প্রায়ই এমন ভূমিকম্পের ঘটনা ঘটে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত