ফিলিপিন্সে ৬ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প

প্রকাশ : ২৯ অক্টোবর ২০১৯, ১৪:২৫

সাহস ডেস্ক

ফিলিপিন্সের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাওয়ের মধ্যাঞ্চিলে ৬ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) স্থানীয় সময় সকাল ৯টা ৪ মিনিটে কোটাবাটোর টুলুনান থেকে ২৬ কিলোমিটার উত্তরপূর্বে ভূমিকম্পটি আঘাত হানে।

ভূমিকম্পে এখন পর্যন্ত কোন হতাহত কিংবা বড় ক্ষতির কথা জানা যায়নি। তবে ভূমিকম্পে ওই এলাকার ভবনগুলো কেঁপে উঠে ও আতঙ্কিত বাসিন্দারা ঘরবাড়ি, দপ্তর ও স্কুল ছেড়ে রাস্তায় বের হয়ে আসে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

এক রেডিও প্রতিবাদনে বলা হয়েছে, ভূমিকম্পের সময় দাভাওয়ের বিদ্যুৎ সঞ্চালন লাইনের তারগুলো দোল খেয়েছে এবং লোকজন খোলা জায়গায় যেয়ে জড়ো হয়েছে, এ সময় আতঙ্কে কয়েকজন মূর্ছিত হয়ে পড়েন।

জানা যায়, ভূমিকম্পের পর স্কুলগুলোতেও ছুটি ঘোষণা করা হয়েছে। বিদ্যৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে জেনারেল সান্তোস শহর।

এর আগে ১৬ অক্টোবর মিন্দানাওয়ে ৬ দশমিক ৪ মাত্রার একটি ভূমিকম্পে পাঁচ জন নিহ ও বহু লোক আহত হয়েছিল।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত