বরিসের আগাম নির্বাচনের প্রস্তাব নাকচ

প্রকাশ : ২৯ অক্টোবর ২০১৯, ১২:৫৩

সাহস ডেস্ক

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের আগাম নির্বাচনের প্রস্তাব নাকচ করেছেন ব্রিটিশ পার্লামেন্টের এমপিরা। সোমবার (২৮ অক্টোবর) হাউস অব কমন্সে ১২ ডিসেম্বর আগাম নির্বাচন চেয়ে ভোট হলে দুই-তৃতীয়াংশ এমপির ভোট পেতে ব্যর্থ হন বরিস।

জানা যায়, প্রস্তাবের পক্ষে ২৯৯ ভোট ও বিপক্ষে ৭০ ভোট পড়ে। কিন্তু ফিক্সড-টার্ম পার্লামেন্ট অ্যাক্ট অনুযায়ী এই প্রস্তাব পাসের জন্য দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্থাৎ অন্তত ৪৩৪টি ভোট প্রয়োজন ছিল।

লেবার দলের অধিকাংশ সদস্যই ভোট দেওয়া থেকে বিরত ছিল। এসএনপি ও ডিইউপি দলের সদস্যরাও ভোটে অংশ নেয়নি।

বরিস জনসন জানিয়েছেন, তিনি এমন একটি আইন পাশের চেষ্টা করবেন যেটায় শুধু সাধারণ সংখ্যাগরিষ্ঠতা হলেই চলবে, আগের মতো দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পেতে হবে না।

জনসন বলেছেন, পার্লামেন্ট ‘অকার্যকর’ হয়ে আছে এবং ‘দেশকে আর জিম্মি করে রাখতে পারে না’; এর জবাবে বিরোধীদল লেবার বলেছে, প্রধানমন্ত্রীকে বিশ্বাস করা যায় না।

তবে ১২ ডিসেম্বরের আগাম নির্বাচনের জন্য হাউস অব কমন্সের সমর্থন পেতে মঙ্গলবার ফের চেষ্টা করবেন বলে ধারণা করা হচ্ছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত