চিলিতে বিক্ষোভে মন্ত্রীসভার পতন

প্রকাশ : ২৭ অক্টোবর ২০১৯, ১৬:৫৩

সাহস ডেস্ক

প্রায় দশ লাখ মানুষের বিক্ষোভ র‍্যালির পর চিলির মন্ত্রীসভা ভেঙে দেওয়ার ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট সেবাস্তিয়ান পিনেরা। 

বার্তা সংস্থা বিবিসি জানিয়েছে, বিক্ষোভকারীদের দাবি মেনে নিয়ে অর্থনৈতিক এবং সামাজিক সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছেন পিনেরা।

প্রেসিডেন্ট সেবাস্তিয়ান পিনেরা বলেছেন, 'নতুন দাবি বাস্তবায়ন করতে আমি আমার মন্ত্রীসভা ভেঙে পুনর্গঠনের সিদ্ধান্ত নিয়েছি আমাদের সামনে নতুন বাস্তবতা। এক সপ্তাহ আগে যে চিলি ছিল, এখন আর তেমন নেই।'

এদিকে বিভিন্ন শহরে চলমান কারফিউ তুলে নেওয়ার ঘোষনা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট। 

জীবনযাত্রায় খরচ মাত্রাতিরিক্ত বৃদ্ধি, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি নিয়ে অসন্তোষ চিলিয়ানদের মধ্যে। এই অসন্তোষের মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে মেট্রোরেলের ভাড়া বৃদ্ধিতে। এরপর থেকেই বাড়তে থাকে আন্দোলনের গতি। শেষ পর্যন্ত কারফিউ দিয়েও আন্দোলনকারীদের ঠেকাতে না পেরে মন্ত্রীসভা ভেঙে দিতে বাধ্য হয়েছে চিলি সরকার।

উল্লেখ্য, আন্দোলনে পুলিশের গুলিতে প্রাণ হারিয়েছে ১৭ জন চিলিয়ান। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত