চিলির মন্ত্রিসভা পুনর্গঠন

প্রকাশ : ২৭ অক্টোবর ২০১৯, ১২:৩৪

সাহস ডেস্ক

বিক্ষোভকারীদের দাবি পূরণেই মন্ত্রিসভা পুনর্গঠনের পদক্ষেপ নিয়েছেন প্রেসিডেন্ট সেবাস্তিয়ান পিনেরা।

এক বিবৃতিতে, দেশের সামাজিক ও অর্থনৈতিক খাতে অসামাঞ্জস্যতা দূর করার লক্ষ্যে যথাযথ ব্যবস্থা গ্রহণের আশ্বাসও দিয়েছেন তিনি।

তবে মন্ত্রিসভায় কবে নাগাদ এবং কি ধরণের পরিবর্তন আনা হবে সে সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।

গত সপ্তাহে বিক্ষোভ ও সহিংসতার মুখে দেশটির বিভিন্ন দেশে জারি করা জরুরি অবস্থা প্রত্যাহারের নির্দেশও দেন প্রেসিডেন্ট পিনেরা।

এরআগে রাজধানী সানতিয়াগোতে সামাজিক ও অর্থনৈতিক ন্যায়বিচার প্রতিষ্ঠার দাবিতে শান্তিপূর্ণ বিক্ষোভ করেন দশ লক্ষাধিক নাগরিক। চলতি মাসের মাঝামাঝিতে গণপরিবহনের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে চিলিতে বিক্ষোভ শুরু হয়। এতে গ্রেপ্তার হয় ৭ হাজারের বেশি বিক্ষোভকারী।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত