গভীর কূপ থেকে জীবন্ত শিশু উদ্ধার

প্রকাশ : ২৭ অক্টোবর ২০১৯, ১২:০৮

সাহস ডেস্ক

ভারতের তামিলনাড়ু রাজ্যে প্রায় ৬৫ ফুট গভীর কুয়োতে পড়ে যায় ২ বছরের শিশু সুজিত উইলসন।

শুক্রবার (২৫ অক্টোবর) স্থানীয় সময় বিকাল সাড়ে পাঁচটায় রাজ্যের তিরুচিরাপল্লী এলাকায় ঘটে মর্মান্তিক এ দুর্ঘটনা। আশপাশে কেউ না থাকায় বিষয়টি কারওই নজরে আসেনি এরপর কেটে যায় প্রায় ১৮ ঘণ্টা।

তবে শেষ পর্যন্ত ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্সের (এনডিআরএফ) বিশেষ একটি দল বাচ্চাটিকে জীবন্ত অবস্থায় উদ্ধার করে। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে।

পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, ঘটনাস্থলে পৌঁছনোর পর উদ্ধারকারী দল যে কুয়োটিতে শিশুটি পড়ে গিয়েছে দ্রুত তার পাশে একটি সুড়ঙ্গ খোঁড়ার কাজ শুরু করে। উদ্দেশ্য এই সুড়ঙ্গ দিয়েই প্রথমে আশপাশের সব কাদামাটি বের করে আনা হবে। মূলত এরপর দুই বছর বয়সী সুজিতকে একই পথে উদ্ধার করে আনা হবে।

কুয়োর ভেতর প্রায় ২৬ ফুট নিচে সুজিত আটকে ছিল। যদিও ওপর থেকে ক্রমাগত পাঠানো হচ্ছিল অক্সিজেন। এরপরও দুই বছরের শিশুটি প্রায় ১৮ ঘণ্টা সম্পূর্ণ পানি ও খাবার ছাড়া ছিল। তবে কোনো বড় ধরনের অঘটন ঘটেনি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত