লরিতে ৩৯ মৃতদেহ; অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ গঠন

প্রকাশ : ২৭ অক্টোবর ২০১৯, ১১:৫২

সাহস ডেস্ক

যুক্তরাজ্যের একটি হিম ট্রেইলারের ভেতর ৩৯ ব্যক্তির মৃতদেহ পাওয়ার ঘটনায় আটক লরি চালকের বিরুদ্ধে 'অনিচ্ছাকৃত' হত্যাকাণ্ডের অভিযোগ আনা হয়েছে।

এছাড়াও আটক মরিস রবিনসনের বিরুদ্ধে মানব পাচার, অভিবাসন ও অর্থ পাচার সংক্রান্ত অপরাধের অভিযোগ আনা হয়েছে। এছাড়া ঘটনায় জড়িত সন্দেহে আটক করা বাকি তিন জনও একই অভিযোগের সাথে জড়িত বলে সন্দেহ করছে পুলিশ।

এর আগে গত বুধবার (২৩ অক্টোবর) ৩৯টি মৃতদেহসহ লরিটি আটক করে পুলিশ। বুধবার ভোররাতে এসেক্সের গ্রেইস থেকে ৩১ জন পুরুষ ও আট নারীর মৃতদেহ পাওয়ার পর লরির চালক মরিস রবিনসনকে (২৫) গ্রেপ্তার করা হয়।

এদিকে, পুলিশ প্রথমে মৃতদেহগুলোকে চীনা নাগরিক বলে ধারণা করলেও এখন পুলিশ ধারণা করছে বেশিরভাগ মৃতদেহই ভিয়েতনামি। তাই মৃতদেহ সনাক্তকরণের কাজ শুরু হয়েছে ভিয়েতনামি গোষ্ঠী থেকেই। 

তবে মৃতদেহগুলোর সাথে বিশেষ কোনো পরিচয়পত্র না পাওয়া যাওয়ায় বেশ বেগ পেতে হচ্ছে পুলিশকে। এক্ষেত্রে মৃতদেহের শরীরে থাকা বিভিন্ন ট্যাটু, পুরোনো ক্ষত আর বিভিন্ন দাগ শনাক্তকরণের ক্ষেত্রে কাজে লাগাচ্ছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, সবগুলো লাশ ট্রেইলার থেকে বের করে ময়নাতদন্ত করা হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত