আসছে ঘূণিঝড় কিয়ার

প্রকাশ | ২৬ অক্টোবর ২০১৯, ১১:৪৯

অনলাইন ডেস্ক

আরব সাগরের গভীরে সৃষ্ট নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার পূর্বাভাস দিল মৌসম ভবন। নুতন এই ঘুর্ণিঝড়ের নাম ‘কিয়ার’।

এই ঘূর্ণিঝড়টি আগামী ৫ দিনের মধ্যে পশ্চিম-উত্তর-পশ্চিমে ওমান উপকূলের দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

শুক্রবার (২৫ অক্টোবর) আবহাওয়া বার্তায় মৌসম ভবন জানিয়েছে, রাত সাড়ে এগারোটায় মধ্যে পূর্ব-মধ্য আরব সাগরে গভীর নিম্নচাপ তৈরি হয়েছে। ওই গভীর নিম্নচাপটি মহারাষ্ট্রের রত্নগিরির দক্ষিণ থেকে ২০০কিলোমিটার এবং ৩১০ কিলোমিটার পর্যন্ত পশ্চিম-দক্ষিণ-পশ্চিমে মুম্বইয়ে অবস্থান করবে।

এর প্রভাবে কোঙ্কণ অঞ্চল, গোয়া, কর্নাটকের উপকূলীয় এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে।

তবে ভারতীয় উপকূলে কিয়ারের আছড়ে পড়ার সম্ভাবনা ক্ষীণ বলেই জানিয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর।