আগাম নির্বাচনের ঘোষণা দিলেন বরিস জনসন

প্রকাশ : ২৫ অক্টোবর ২০১৯, ১৭:৩৪

সাহস ডেস্ক

চলতি বছরের ১২ ডিসেম্বর সাধারণ নির্বাচন আয়োজনের প্রস্তাব দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন। খবর ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির।

বরিস জনসনের মন্তব্য, ব্রেক্সিট নিয়ে যুক্তরাজ্যের বর্তমান অচলাবস্থা কাটাতে সাধারণ নির্বাচন আয়োজন ছাড়া কোনো পথ নেই। তাই এই সাধারণ নির্বাচনের আয়োজন করা হোক।

জানা গেছে, সাধারণ নির্বাচন আয়োজনের প্রস্তাবটি হাউজ অব কমন্সে উত্থাপন করা হবে আগামী সোমবার (২৮ অক্টোবর)। আর সেখানে মন্ত্রীসভার সদস্যদের ভোটে দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পেলেই এই নির্বাচন আয়োজন সম্ভব হবে।

এদিকে বিরোধী লেবার পার্টির নেতা জেরমি করবিনের অভিমত, চুক্তিবিহীন ব্রেক্সিট আলোচ্যসূচি থেকে বাদ দেওয়ার আগ পর্যন্ত তার দল সাধারণ নির্বাচনে সমর্থন দেবে না।

সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ২০২২ সালে। তবে বরিস জনসনের প্রস্তাব গৃহীত হলে নির্ধারিত সময়ের প্রায় ৩ বছর আগেই সাধারণ নির্বাচন হবে ইউরোপের দেশটিতে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত