দাবানলে পুড়ছে ক্যালিফোনিয়া

প্রকাশ : ২৫ অক্টোবর ২০১৯, ১৩:০৮

সাহস ডেস্ক

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অঙ্গরাজ্যের সোনোমা কাউন্টির বড় একটি অংশ দাবানলে ছড়িয়ে পড়েছে প্রায় ১০ হাজার একর জায়গা জুড়ে।

ফায়ার প্রোটেকশন ডিপার্টমেন্টের এক মুখপাত্র বলেন, বাতাসের কারণে দাবানলটি আরও বেশি শক্তিশালী এবং ধ্বংসাত্মক হয়ে উঠেছে।

বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, ক্যালিফোর্নিয়ার দাবানল ১০ হাজার একর এলাকা গ্রাস করেছে। এ কারণে অঞ্চলটি থেকে অন্তত ২ হাজার মানুষকে সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ।

বিদ্যুৎ এবং মোবাইলের টাওয়ারগুলো পুড়ে গেছে। অনেক জায়গাতেই মোবাইল ফোন পরিষেবা বন্ধ রয়েছে। এছাড়া, বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছেন প্রায় দেড় লাখ মানুষ।

কিভাবে দাবানল শুরু হয়েছিল সেটি এখনও জানা যায়নি। এ দাবানল নিয়ন্ত্রণে আনতে কয়েকদিন লাগতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত