কাশ্মীর ইস্যুতে মালয়েশিয়ার পাম অয়েল বয়কট করল ভারত

প্রকাশ : ২৩ অক্টোবর ২০১৯, ১১:৫১

সাহস ডেস্ক

ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীর ইস্যুতে মালয়েশিয়া থেকে পাম অয়েল কেনা বন্ধ করে দিয়েছে ভারত।

গত আগস্ট মাসে ভারতের সংবিধান থেকে জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করার পর রাজ্যের মুসলমানদের ওপর নয়াদিল্লির পদক্ষেপের কড়া সমালোচনা করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মাদ।

এ কারণেই মূলত মালয়েশিয়ার পাম অয়েল বয়কট করেছে নয়াদিল্লি। ভারতের এই সিদ্ধান্তের ব্যাপারে মাহাথির মোহাম্মাদ বলেন, আমরা আমাদের মনের কথা বলেছি এবং তা থেকে পিছু হটব না। আমরা যা বলছি তা হচ্ছে- আমাদের সবারই জাতিসংঘের প্রস্তাব মেনে চলা উচিত।

এ দিকে পাম অয়েল বয়কটের বিষয়ে ভারতের ঘোষণার কারণে কুয়ালালামপুর এবং নয়াদিল্লির ভেতরে বাণিজ্য যুদ্ধ দীর্ঘ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত