কানাডায় ফের প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো

প্রকাশ : ২২ অক্টোবর ২০১৯, ১১:২১

সাহস ডেস্ক

কানাডার সাধারণ নির্বাচনে আবারও জয়লাভ করেছে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর নেতৃত্বাধীন লিবারেল পার্টি। মঙ্গলবার (২২ অক্টোবর) কানাডার জাতীয় প্রচারমাধ্যম সিবিসি নিউজের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বিবিসি।

সোমবার (২১ অক্টোবর) সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের প্রাপ্ত ফলাফল অনুযায়ী দেখা যায়, দ্বিতীয়বারের মত সরকার গঠন করতে জাস্টিন ট্রুডোর লিবারেল পার্টিকেই বেছে নিয়েছে কানাডার জনগন। 

নির্বাচনে লিবারেল পার্টির নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল অ্যান্ড্রু শিয়ারের নেতৃত্বাধীন কনজারভেটিভ পার্টি। উল্লেখ্য, এই নির্বাচনে রেকর্ড সংখ্যক নারী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। বিজয়ের সংবাদ পেয়ে জাস্টিন ট্রুডোর সমর্থকেরা রাস্তায় নেমে আনন্দ প্রকাশ করেন। এসময় তারা বিজয় মিছিল করেন।

কানাডার ৪৩ তম জাতীয় নির্বাচনে জাস্টিনের মূল প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ পার্টি অব কানাডা-র নেতা অ্যান্ড্রু শির। দেশটিতে এককভাবে সরকার গঠনে প্রয়োজন ১৭২টি আসন।

কানাডার ব্রডকাস্টিং কর্প জানিয়েছে, ৩২টি নির্বাচনী জেলার ২৫টিতেই এগিয়ে আছে জাস্টিন ট্রুড্রোর লিবারেল পার্টি।

পাঁচ সপ্তাহের নির্বাচনি প্রচারণা শেষে সোমবার দেশটিতে ভোটগ্রহণ সম্পন্ন হয়। দেশটিতে এবারের নির্বাচনে মোট ছয়টি রাজনৈতিক দল লিবারেল, কনজারভেটিভ, নিউ ডেমোক্রেটিক, ব্লক কুবেকুয়া, গ্রিন ও পিপলস পার্টি অব কানাডা অংশ নেয়। 

সাহস২৪.কম/ইতু/অপু
সূত্র: রয়টার্স, সিবিসি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত