বিধানসভা ৫১ আসনে উপনির্বাচনে ভোট শুরু

প্রকাশ : ২১ অক্টোবর ২০১৯, ১৩:৪৬

সাহস ডেস্ক

ভারতের দুই রাজ্যের ৫১ বিধানসভা আসনে সোমবার (২১ অক্টোবর) অনুষ্ঠিত হচ্ছে উপনির্বাচন। একইদিনে অনুষ্ঠিত হচ্ছে উত্তরাঞ্চলীয় বিহার এবং মহারাষ্ট্র প্রদেশের দুই লোকসভা আসনের উপনির্বাচন।

উত্তরপ্রদেশের ১১ আসনে শুরুতেই এগিয়ে রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন কেন্দ্রের ক্ষমতাসীন দল বিজেপি।

জানা যায়, এবার উত্তরপ্রদেশের ১১টি আসন, গুজরাটে ৬, কেরল এবং বিহারে ৫টি করে, তাছাড়া আসাম ও পাঞ্জাবে ৪টি আসন, সিকিমে ৩, তামিলনাড়ু, হিমাচল প্রদেশ এবং রাজস্থানে ২টি করে আসন, মধ্যপ্রদেশ, অরুণাচল প্রদেশ, ছত্তিশগড়, ওড়িশা, মেঘালয়, পদুচেরি এবং তেলেঙ্গানায় একটি করে বিধানসভা আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে।

আগামী বছর বিহারে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিধানসভা নির্বাচন। এর আগে পাঁচটি বিধানসভা ও একটি লোকসভা আসনে উপনির্বাচনকে ভোটের সেমিফাইনাল বলে ধারণা করা হচ্ছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত