চিলিতে সরকার বিরোধী আন্দোলন চলমান

গার্মেন্টসে আগুন দিয়েছে লুটেরারা; নিহত ৫

প্রকাশ : ২১ অক্টোবর ২০১৯, ১২:৫৮

চিলিতে সরকার বিরোধী আন্দোলনের মাঝেই একটি পোশাক কারখানায় আগুন দিয়েছে দুর্বৃত্ততা। অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচ জন নিহত হয়েছে বলে জানা গিয়েছে। ধারণা করা হচ্ছে লুটপাট করার জন্যই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটানো হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, রাতে সান্তিয়াগোতে এক সংবাদ সম্মেলনে চিলির স্বরাষ্ট্রমন্ত্রী আন্দ্রেস চ্যাডউইক ওই আগুন নাশকতাসহ বিক্ষোভের সঙ্গে সম্পর্কিত সহিংসতায় এ দিন সাত জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন; তবে বিস্তারিত আর কিছু জানাননি তিনি।

এদিকে চিলিতে সরকারবিরোধী আন্দোলনে বিরোধীদের দমন করতে রাতে বড় শহরগুলোতে কারফিউ জারি রেখেছে সরকার। পুলিশের পাশাপাশি মোতায়েন করা হয়েছে সামরিক বাহিনী। 

প্রথমে মেট্রোর ভাড়া বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ শুরু হয়েছিল, পরে বর্ধিত ভাড়ার সিদ্ধান্ত স্থগিত করা হলেও বিক্ষোভ থামেনি; আরও ছড়িয়ে পড়ে জীবনযাত্রার ব্যয় ও অসাম্যের বিরুদ্ধে প্রতিবাদের রূপ নিয়েছে।

১৯৯০ সালে একনায়ক আগুস্তে পিনোশের ক্ষমতা শেষে চিলিতে গণতন্ত্র ফিরে আসার পর এ বারই প্রথম সান্তিয়াগোর রাস্তায় হাজার হাজার সৈন্য ও ট্যাঙ্ক নামানো হয়।

চিলির প্রেসিডেন্ট পিনইয়েরো বলছেন, গণতন্ত্র রক্ষার স্বার্থেই বিক্ষোভ মোকাবিলায় কাজ করছে সরকার। 

সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, বিগত কয়েকদিনের মধ্যে প্রায় ৪০০ জন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে। তাছাড়া সংঘর্ষে দুই পুলিশ সদস্য নিহত হয়েছে বলে জানা গিয়েছে। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত