ইরানের সর্ববৃহৎ তেল শোধনাগারে আগুন

প্রকাশ | ২১ অক্টোবর ২০১৯, ১২:২০ | আপডেট: ২১ অক্টোবর ২০১৯, ১২:২২

অনলাইন ডেস্ক

ইরানের সর্ববৃহৎ ও প্রাচীন তেল শোধনাগারে ব্যাপক অগ্নিকাণ্ড ঘটেছে। যদিও এখন তা পুরোপুরি নিয়ন্ত্রণে আনা গেছে বলে জানিয়েছে তেহরান।

কর্তৃপক্ষের দাবি, শোধনাগারে আগুন লাগার ঘটনায় বড় ধরনের কোনো ক্ষতি হয়নি এবং তেল উৎপাদন প্রক্রিয়ায় বিঘ্ন সৃষ্টি হয়নি।

রবিবার (২০ অক্টোবর) রাতে তেল শোধন প্রক্রিয়া শেষে বর্জ্য নিষ্কাশন চ্যানেলে আচমকা এটি আগুনের সূত্রপাত ঘটে।

জানা যায়, তেল শোধনাগারের বর্জ্য নিষ্কাশনের ৫৫ নম্বর ইউনিটে আচমকা ছিদ্র তৈরি হওয়ার ফলে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। তবে দ্রুতই তা নিয়ন্ত্রণে আনা হয়। এতে গুরুতরভাবে কারোই আহত হওয়ার ঘটনা ঘটেনি।

ইরনা জানিয়েছে, আবাদান শোধনাগারে প্রতিদিন চার লাখ ব্যারেল তেল শোধন করা হয় এবং রবিবারের আগুন লাগার ঘটনায় এই প্রক্রিয়ায় কোনো বিঘ্ন সৃষ্টি হয়নি।

প্রসঙ্গত, ১৯৮০’ র দশক পর্যন্ত আবাদান ছিল বিশ্বের সবচেয়ে বড় তেল শোধনাগার। ইরানে তেল শিল্প প্রতিষ্ঠার পরপরই ১৯১২ সালে এই শোধনাগার প্রতিষ্ঠা করা হয়।