তুরস্ক সফর বাতিল করলেন মোদি

প্রকাশ : ২০ অক্টোবর ২০১৯, ১৫:০৫

নির্ধারিত তুরস্ক সফর বাতিল করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জানা যায়, কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের পক্ষ নেওয়ায় এই সফর বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

দিল্লির তরফ থেকে জানানো হয়েছে, "কাশ্মীরের অবস্থা নিয়ে তুর্কি সরকারকে আমরা সঠিক ধারণা রাখার আহ্বান জানাই। পরবর্তী সিদ্ধান্তের আগে প্রধানমন্ত্রী তাদের দেশে যাচ্ছেন না।"

উল্লেখ্য, জাতিসংঘের সাধারণ সভায় কাশ্মীর নিয়ে পাকিস্তানের পক্ষে অবস্থান নিয়ে ভারত সরকারের সমালোচনা করেছিলেন তুরস্কের প্রেসিডেন্ট রিস্যেপ তাইয়েপ এরদোয়ান। 

এরদোয়ান বলেছিলেন, "কাশ্মীর ইস্যুকে দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতা এবং সমৃদ্ধির থেকে কোনোভাবেই আলাদা করা যায় না। তাই আলাপ-আলোচনা, সুষ্ঠু বিচারের মাধ্যমেই এই সমস্যাকে মিটিয়ে নেওয়া প্রয়োজন। সংঘর্ষের মাধ্যমে নয়।"

উল্লেখ্য, গত ৫ আগস্ট জম্মু ও কাশ্মীরের বিশেষ সুবিধা বাতিল করে রাজ্য সরকারের শাসনে আনা হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত