‘সিরিয়া থেকে সব বিদেশি সেনা প্রত্যাহার করতে হবে’

প্রকাশ : ১৯ অক্টোবর ২০১৯, ১৬:৫৪

সাহস ডেস্ক

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বলেছেন, ‘সিরিয়ায় তুর্কি সেনা অভিযান বন্ধের পাশাপাশি তুর্কি ও মার্কিন সেনা নির্বিশেষে দেশটিতে অবৈধভাবে অবস্থানরত সব বিদেশি সেনা প্রত্যাহার করতে হবে।’

১৮ অক্টোবর (শুক্রবার) রাজধানী দামেস্কে রাশিয়ার প্রেসিডেন্টের সিরিয়া বিষয়ক বিশেষ প্রতিনিধি আলেক্সান্ডার ল্যাভরেন্তিয়েভের সঙ্গে এক বৈঠকে এ আহ্বান জানান প্রেসিডেন্ট আসাদ।

প্রেসিডেন্ট আসাদ বলেন, ‘আন্তর্জাতিক আইন অনুযায়ী সিরিয়ার ভূমিতে অবস্থানরত এসব বিদেশি সেনা ‘দখলদার’ হিসেবে চিহ্নিত।’

তিনি বলেন, ‘আমার দেশের জনগণ দখলদার সেনাদের বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ গড়ে তুলবে।’

সাক্ষাতে ল্যাভরেন্তিয়েভ সিরিয়ার অখণ্ডতা ও সার্বভৌমত্বের প্রতি রাশিয়ার পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করে বলেন, ‘সিরিয়ার সার্বভৌমত্ব লঙ্ঘিত হয় মস্কো এমন যেকোনো পদক্ষেপের বিরোধী এবং তা মেনে নেবে না।’

তুরস্কের সেনাবাহিনী গত ৯ অক্টোবর থেকে ‘সন্ত্রাস বিরোধী যুদ্ধ’ ও ‘তুরস্ক-সিরিয়া সীমান্ত থেকে কুর্দিদের উচ্ছেদের’ নামে সামরিক অভিযান শুরু করে।

কুর্দি গেরিলাদেরকে আঙ্কারা ‘সন্ত্রাসী’ হিসেবে অভিহিত করেছে। তুর্কি সামরিক অভিযানে এ পর্যন্ত শত শত সামরিক ও বেসামরিক মানুষ হতাহত হয়েছে এবং লাখ লাখ বেসামরিক মানুষ প্রাণ বাঁচাতে ঘরবাড়ি ছেরে পালিয়ে গেছে।

তুর্কি সেনাদের আগ্রাসনের মুখে কুর্দি গেরিলারা তুরস্কের আগ্রাসন রুখে দিতে সিরিয়া সরকারের সঙ্গে চুক্তি করেছে।

চুক্তি অনুযায়ী সিরিয়ার সরকারি সেনারা এরইমধ্যে উত্তর সিরিয়ায় কুর্দি গেরিলা অধ্যুষিত এলাকায় প্রবেশ করেছে।

খবর- আনাদোলু

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত