রাজধানীতে পোশাক শ্রমিকদের মানববন্ধন

প্রকাশ : ১৮ অক্টোবর ২০১৯, ১৩:৩৮

সাহস ডেস্ক

রাজধানী আশুলিয়ার নিশ্চিন্তপুরের তাজরিন ফ্যাশন লিমিটেডে আগুনে পুড়ে আহত শ্রমিকদের পুনর্বাসন, ক্ষতিপূরণ এবং ১১৩ জন শ্রমিক হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে পোশাক কর্মীরা।

(১৮ অক্টোবর) শুক্রবার বেলা ১১টার দিকে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

বক্তারা বলেন, ভয়াবহ সেই অগ্নিকাণ্ডে আহত শ্রমিকদের ক্ষতিপূরণ পাওয়া যায়নি। এছাড়া ১১৩ শ্রমিক হত্যাকারী মালিককেও বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হয়নি।

সমাবেশে সভাপতিত্ব করেন জাগো বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের আহ্বায়ক বাহরানে সুলতান বাহার।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত