৩১১ ভারতীয়কে দেশে পাঠাল মেক্সিকো

প্রকাশ | ১৮ অক্টোবর ২০১৯, ১২:০৫

অনলাইন ডেস্ক

বেআইনিভাবে বসবাসকারী অভিবাসীদের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে মেক্সিকো। সে দেশ থেকে প্রথমবারের মতো ৩১১ জন ভারতীয়কে আটক করে দিল্লি পাঠিয়ে দেয়া হয়েছে।

মেক্সিকোর ন্যাশনাল মাইগ্রেশন ইনস্টিটিউট এক বিবৃতিতে জানায়, মেক্সিকোর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বেআইনিভাবে বসবাসকারী ভারতীয়দের চিহ্নিত করা হয়েছে। দিল্লিগামী বিমানে ৩১১ জন ভারতীয়কে তুলে দেওয়া হয়েছে। ভিসার মেয়াদ ফুরিয়ে যাওয়ার পরও তারা মেক্সিকোতে বসবাস করছিল।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মেক্সিকোকে হুঁশিয়ার করেন যদি তারা দেশের ভেতর অবৈধ অভিবাসী চিহ্নিত করতে অভিযান না চালায় তাহলে দেশটির সকল আমদানী পণ্যে শুল্ক আরোপ করবেন। তারপর দেশটির কর্তৃপক্ষ অবৈধদের চিহ্নিত করতে অভিযান শুরু করে।