ইরান থেকে তেল কেনা অব্যাহত রেখেছে চীন

প্রকাশ : ১৭ অক্টোবর ২০১৯, ১৩:০০

সাহস ডেস্ক

ইরানের কাছ থেকে জ্বালানি তেল কেনা অব্যাহত রেখেছে চীন। হোয়াইট হাউজ বারবার চীনকে ইরানের সঙ্গে বাণিজ্য বন্ধের জন্য সর্তক করছে বলে জানিয়েছেন আমেরিকার একজন শীর্ষ পর্যায়ের সরকারি কর্মকর্তা।

চীনের কস্কো শিপিং কর্পোরেশনের দুটি শাখা রয়েছে। এসব  প্রতিষ্ঠানের বিরুদ্ধে মার্কিন সরকারের অভিযোগ- তারা আমেরিকার নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইরানের সঙ্গে বাণিজ্যিক লেনদেন পরিচালনা করছে।

ইরানের উপর আমেরিকা যে নিষেধাজ্ঞা আরোপ করেছে তাকে চীন সবসময় নাকচ করে আসছে। বেইজিং বলছে, এর মাধ্যমে আমেরিকা বলদর্পিতা চাপিয়ে দিয়েছে অথচ ইরানের সঙ্গে বাণিজ্য করার অধিকার তাদের বৈধ এবং আইন সম্মত।

চীনের ওপর চাপ প্রয়োগে সফল না হতে পেরে এখন আমেরিকা বেজিংয়ের বিরুদ্ধে অভিযোগ করছে যে, তারা জাহাজের ট্রান্সপোন্ডার বন্ধ করে রাখছে যাতে চীনা জাহাজগুলোর অবস্থান নির্ণয় করা না যায়।

সূত্র : পার্সটুডে

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত