বিহারে ছড়িয়ে পড়েছে ডেঙ্গু

প্রকাশ : ১৭ অক্টোবর ২০১৯, ১২:০২

সাহস ডেস্ক

ভারতের বিহার রাজ্যে ভয়াবহ আকারে ডেঙ্গু ছড়িঢে পড়েছে। তবে রাজধানী পাটনাতে ডেঙ্গুর প্রকোপ সবচেয়ে বেশি।

পাটনা ছাড়া বিহারের করালবাগ, গারদানি বাগ, ডাকবাংলো ও এসকে পুরিতেও ডেঙ্গুর প্রকোপ মারাত্মক। কারণ এইসব এলাকাগুলিতে প্রচুর বৃষ্টিপাত হয়েছিলো। বৃষ্টির জমা পানি নেমে যাওয়ার পরই এখানে ডেঙ্গুর ভাইরাস ছড়িয়ে পড়েছে।

গোটা বিহারে প্রায় ১ হাজার ৯২৩ জন মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। তাদের মধ্যে ১ হাজার ৪১০ জনই পাটনার বাসিন্দা। ইতিমধ্যেই ডেঙ্গু রোগীর পাশাপাশি প্রায় ১৫০ জন চিকনগুনিয়ায় আক্রান্ত রোগীর খবর পাওয়া গেছে।

বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার পাটনার বন্যা পরিস্থিতি ও ডেঙ্গু নিয়ে বৈঠকে করেন। বৈঠকের পর চার সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। গোটা পরিস্থিতি নিয়ে এক মাসের মধ্যে ওই কমিটিকে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত