'রাম জন্মভূমি-বাবরি মসজিদ' মামলার শেষ শুনানি আজ

প্রকাশ : ১৬ অক্টোবর ২০১৯, ১৩:৪৭

টানা উনচল্লিশ দিন শুনানির পর আজ শেষ হতে পারে অযোধ্যার রাম জন্মভূমি-বাবরি মসজিদ মামলার শুনানি। বুধবার (১৬ অক্টোবর) বিকেল ৫টার মধ্যে এই মামলার শুনানি শেষ করার নির্দেশনা দিয়েছেন ভারতের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ।

শুনানির সময় বাড়ানোর জন্য এক আইনজীবী আরও সময় প্রার্থনা করলে ভারতের প্রধান বিচারপতি এই নির্দেশ দেন। প্রধান বিচারপতি বলেন, "যথেষ্ট হয়েছে। আজ বিকেল পাঁচটায় অযোধ্যা শুনানি শেষ হতেই হবে।"

এদিকে, এই মামলায় নিজেদের বক্তব্য উপস্থাপনের জন্য 'হিন্দু মহাসভা' সুপ্রিম আবেদন করলে আদালত তা নাকচ করে দেয়। এই প্রসঙ্গে প্রধান বিচারপতি বলেন, "আমরা মামলার সঙ্গে যুক্ত সব পক্ষকে আগেই প্রত্যেকের জন্য বরাদ্দ সময়ে বক্তব্য শেষ করার নির্দেশ দিয়েছিলাম।"

এর আগের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চ জানিয়েছিল, আগামী শুক্রবারের মধ্যে অযোধ্যা জমি বিতর্ক মামলার শুনানি শেষ করতে হবে। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত