হৃদরোগ ঝুঁকিতে কাতার প্রবাসীরা

প্রকাশ : ১৬ অক্টোবর ২০১৯, ১৩:০৬

সাহস ডেস্ক

কাতারে যেসব প্রবাসী শ্রমিক কাজ করেন তাদের অর্ধেকেরও বেশি প্রবাসী হৃদরোগের ঝুঁকিতে রয়েছেন। জাতিসংঘের প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

গ্রীষ্মকালে তীব্র গরমের মধ্যে অবকাঠামো নির্মাণ শ্রমিকদের বাইরে কাজ করতে হয়। ফলে বেশিরভাগ শ্রমিক হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যাচ্ছেন। এরই ভিত্তিতে জাতিসংঘ তাদের প্রতিবেদন প্রকাশ করে।

গত সপ্তাহে জাতিসংঘের মানবাধিকার পরিষদ কাতারের প্রতি আহ্বান জানিয়ে বলেছে, প্রবাসী শ্রমিকরা এভাবে প্রতিনিয়ত কেন মারা যাচ্ছে দ্রুত তার কারণ অনুসন্ধান করে জসমক্ষে প্রকাশ করতে হবে। 

উল্লেখ্য, দেশটিতে আসন্ন বিশ্বকাপ ফুটবলের জন্য স্টেডিয়াম নির্মাণে হাজার হাজার প্রবাসী শ্রমিক কাজ করছেন।

কাতার সরকার ও জাতিসংঘের শ্রম সংস্থা (আইএলও) যৌথভাবে বিষয়টির কারণ অনুসন্ধান করে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। বিশ্বকাপের স্টেডিয়াম নির্মাণ ও একটি কারখানায় নিয়োজিত ১২৫ জন প্রবাসী শ্রমিকের দেয়া তথ্যের ভিত্তিতে এ প্রতিবেদনে তৈরি করেছে তারা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত