টাইফুন হাগিবিস: মৃতের সংখ্যা ৬৬; নিখোঁজ ১৫

প্রকাশ : ১৫ অক্টোবর ২০১৯, ১৪:০০

গত কয়েক দশকের মধ্যে জাপানে আঘাত হানা টাইফুনগুলোর মধ্যে সবচেয়ে প্রলয়ংকারী ছিল টাইফুন হাগিবিস। ভয়ংকর এই টাইফুনে এখন পর্যন্ত ৬৬ জন মানুষ মারা যাওয়ার খবর এসেছে বিভিন্ন গণমাধ্যমে। 

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গত মঙ্গলবার পর্যন্ত আক্রান্ত এলাকায় বিদ্যুৎ ও পানির সংযোগ ছিল বিচ্ছিন্ন। এতে মানুষের দুর্ভোগ তো বাড়ছেই তাছাড়া আক্রান্ত স্থানে উদ্ধার কার্যক্রম চালাতেও বিঘ্ন ঘটছে। 

টাইফুন আঘাত হানার পর থেকে এখন পর্যন্ত নিখোঁজ মানুষের সংখ্যা ১৫ জন। তবে, উদ্ধারকর্মীদের ভাষ্য অনু্যায়ী দিন যত যাচ্ছে ততই নিখোঁজদের খুঁজে পাওয়ার সম্ভাবনা কমে যাচ্ছে।

টাইফুন হাগিবিসের আঘাতে আহত হয়েছে প্রায় ২০০ জন মানুষ। এই টাইফুনকে বলা হচ্ছে বিগত ৬০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ। 

জাপান সরকার এরই মধ্যে ১ লাখ ১০ হাজার উদ্ধারকর্মী নিয়োগ দিয়েছে। দুর্যোগে প্রায় ১ লাখ ৩৫ হাজার ঘর তলিয়ে গিয়েছে। বিচ্ছিন্ন হয়ে গিয়েছে যোগাযোগ ব্যবস্থাও।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত