কাতালান স্বাধীনতা আন্দোলনের ৯ নেতাকে কারাদণ্ড

প্রকাশ : ১৪ অক্টোবর ২০১৯, ১৫:৪০

স্পেন থেকে বার্সেলোনাকে পৃথক করে আন্দোলনে নেতৃত্ব দেওয়া ৯ নেতাকে বিভিন্ন মেয়াদে সাজা শুনিয়েছেন স্পেনের আদালত। আঞ্চলিক স্বাধীনতার আন্দোলনে নেতৃত্ব দেওয়া এই নেতাদের বিরুদ্ধে উগ্রবাদী বা বিধ্বংসী কোনো দ্রোহের অভিযোগ প্রমাণে ব্যর্থ হলেও সরকার বিরোধিতা ও পাবলিক ফান্ডের অপব্যবহারের অভিযোগে সাজা শোনানো হয়েছে।

সাবেক আঞ্চলিক ভাইস-প্রেসিডেন্ট জানকিউয়ারকে জনগণের সম্পদের অপব্যবহার ও রাষ্ট্রবিরোধীতার জন্য ১৩ বছরের কারাদন্ড দেওয়া হয়েছে। 

একই অপরাধের জন্য সাবেক কাতালান পররাষ্ট্র মন্ত্রী রাউল রোমেভা দেওয়া হয়েছে ১২ বছরের সাজা। একই সাজা দেওয়া হয়েছে আঞ্চলিক সরকারের মূখপাত্র জরডি টুরাল এবং সাবেক শ্রম মন্ত্রী ডলারস ব্যাসাকেও। কাতালান পার্লামেন্টের সাবেক স্পিকার কার্মে ফর্সাডেলকে ১১ বছর, সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী জোয়াকিম ফোর্ন ও আঞ্চলিক মন্ত্রী জোসেপ রুলকে দেওয়া হয়েছে সাড়ে দশ বছরের সাজা।

তাছাড়া স্বাধীনতাকামী দুই এক্টিভিস্টকে নয় বছরের সাজা শুনিয়েছে আদালত। তারা হলেন জরডি কুইজার্ট ও জরডি সানচেজ। 

স্পেনের সর্বোচ্চ আদালতে সাত বিচারপতি, চার মাসের শুনানী ও ৪২২ জন স্বাক্ষীর স্বাক্ষ নিয়ে এই রায় প্রদান করেন। রায়ে আন্দোলনের ঘটনাকে দেশের সবচেয়ে বড় রাজনৈতিক সংকট বলে উল্লেখ করা হয়। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত