জাপানে টাইফুন হাগিবিসের আঘাতে নিহত ১১

প্রকাশ : ১৩ অক্টোবর ২০১৯, ১০:৪৮

জাপানে ইতিহাসের সবচেয়ে বড় টাইফুন হাগিবিসের আঘাতে উপকূলীয় এলাকা বিধ্বস্ত হয়ে গেছে। এতে অন্তত ১১ জন নিহত এবং ১৭ জন নিখোঁজ রয়েছেন। আহত হয়েছেন বহুজন। এছাড়া নিরাপদ আশ্রয়ে রয়েছেন লাখো মানুষ।

শনিবার (১২ অক্টোবর) স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় রাজধানী টোকিওর দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় ইজু দ্বীপে ঘূর্ণিঝড়ের প্রভাবে ভূমিধস আঘাত এনেছে।

এএফপি তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, জাপানের কেন্দ্রীয় শহর নাগানোতে ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে।  বিশাল অঞ্চল বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে।

বিগত ৬০ বছরের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় এটি। এখন এই ঝড়টি জাপানের মূল ভূখণ্ডের পূর্বাঞ্চলীয় উপকূলের দিকে অগ্রসর হচ্ছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে ঘণ্টায় ২২৫ কিলোমিটার বেগে প্রচণ্ড ঝোড়ো বাতাস বয়ে যাচ্ছে।

টাইফুন হাগিবিস জাপানের প্রধান দ্বীপ হনশুর উপকূল দিয়ে আঘাত হানে। এতে টোকিওর নিচু এলাকাগুলোতে বন্যা দেখা দিয়েছে। টাইফুনের কারণে টোকিওসহ জাপানের ১২টি প্রশাসনিক এলাকায় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত