জাপানের দিকে ধেয়ে যাচ্ছে টাইফুন ‘হ্যাগিবিস’

প্রকাশ : ১১ অক্টোবর ২০১৯, ১৩:২৩

জাপানের দিকে ধেয়ে যাচ্ছে ‘হ্যাগিবিস’ নামের সুপার টাইফুন। এতে ক্ষতিগ্রস্ত হতে পারে রাজধানী টোকিওসহ আশপাশের এলাকা।

আগামী শনিবার নাগাদ পূর্ব উপকূলে আঘাত হানতে পারে সুপার টাইফুনটি। এটি ক্যাটাগরি পাঁচ শক্তি নিয়ে আঘাত আনতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। এর প্রভাবে পূর্ব উপকূলে বিরাজ করছে বৈরি আবহাওয়া।

তবে ধারণা করা হচ্ছে জাপানে চলতি বছরের সবচেয়ে শক্তিশালী টাইফুন এটি। ফলে দেশটিতে আয়োজিত রাগবি ওয়ার্ল্ড কাপের ইংল্যান্ড ও ফ্রান্সের শধ্যকার অনুষ্ঠিতব্য ম্যাচটি বাতিল করা হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত