তুরস্ক সিরিয়ায় সামরিক অভিযান শুরু করেছে

প্রকাশ : ১০ অক্টোবর ২০১৯, ১০:৫৪

যুক্তরাষ্ট্র সিরিয়া থেকে তাদের সেনা সরিয়ে নেওয়ার পরই উত্তরাঞ্চলে কুর্দি মিলিশিয়াদের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করেছে তুরস্ক।

১০ অক্টোবর (বুধবার) সিরিয়ার উত্তরের রাস আল আইন শহরে বিমান হামলার মধ্য দিয়ে এ অভিযান শুরু হয় বলে দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান জানিয়েছেন।

এরদোগান বলেন, সিরিয়ার জাতীয় সেনাবাহিনীর সঙ্গে আমাদের তুর্কি সশস্ত্র বাহিনী সিরিয়ার উত্তরে কুর্দি বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে। আমরা আমাদের দেশের বিরুদ্ধে সন্ত্রাসবাদের হুমকি দূর করব।

তুর্কি সীমান্তবর্তী সিরিয়ার উত্তরাঞ্চলে কুর্দি সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দিতে সোমবার সামরিক অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেয় এরদোগান সরকার।

সীমান্তে একটি ‘নিরাপদ অঞ্চল’ প্রতিষ্ঠা করে সিরীয় শরণার্থীদের দেশে ফেরার পথ করে দিতে এ অভিযান হবে বলেও জানিয়েছিল তারা।

তুরস্কের অভিযান চালানোর ঘোষণার পর ওই অঞ্চল থেকে নিজেদের সেনা সরিয়ে নিতে শুরু করে যুক্তরাষ্ট্র। এই সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেছেন ট্রাম্পের রিপাবলিকান মিত্ররাও।

তবে এসব সমালোচনার জবাবে ট্রাম্প উত্তর-পূর্ব সিরিয়ায় অভিযানের নামে তুরস্ক ‘সীমার বাইরে’ কিছু করলে তাদের অর্থনীতি পুরোপুরি গুঁড়িয়ে দেয়ার হুমকি দিয়ে রেখেছেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত