মার্কিন ভিসা পাবে না চীনারা

প্রকাশ : ০৯ অক্টোবর ২০১৯, ১২:৫৩

সাহস ডেস্ক

উইঘুর মুসলিম ইস্যুতে চীনা সরকারের কর্মকর্তা এবং কমিউনিস্ট পার্টির নেতাকর্মীদের ভিসা দেওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও সংখ্যালঘু দমন অভিযানের অবসান ঘটাতে এবং নির্বিচারে আটক সবাইকে মুক্তি দিতে চীনের প্রতি আহ্বান জানান।

মাইক পম্পেও বলেন, অতি মাত্রায় দমন-পীড়নের জন্য একটি ক্যাম্পেইন চালু করেছে চীন। দেশটির জিনজিয়াং অঞ্চলে এসব কার্যক্রম চলছে।

যুক্তরাষ্ট্রের এই দাবি অস্বীকার করে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্র ‘মানবাধিকার ইস্যু’ নিয়ে যে দাবি করে তার সত্যিকার অর্থে কোনো অস্তিত্ব নেই। এসব কথা বলে চীনের অভ্যন্তরীণ ইস্যুতে হস্তক্ষেপ করতে চায় মার্কিন প্রশাসন।

এর আগে সোমবার চীনের ২৮টি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করেছে যুক্তরাষ্ট্র। ওই প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধেও একই অভিযোগ রয়েছে বলে দাবি করেছে মার্কিন প্রশাসন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত