চীনের ২৮ প্রতিষ্ঠান কালো তালিকাভুক্ত

প্রকাশ : ০৯ অক্টোবর ২০১৯, ১২:০০

চীনের জিংজিয়াং প্রদেশের উইঘুরদের নির্যাতনের অভিযোগে চীনের ২৮ প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করেছে যুক্তরাষ্ট্র।

সোমবার (৭ অক্টোবর)  মার্কিন বাণিজ্য বিভাগ থেকে একটি তালিকা প্রকাশ করে এই প্রতিষ্ঠানগুলোর নাম প্রকাশ করে আন্তর্জাতিক সংবাদমাধ্যম। 

তবে ওয়াশিংটনের অনুমোদন ব্যতীত যুক্তরাষ্ট্রের কোনো কোম্পানি কালো তালিকাভুক্ত এসব প্রতিষ্ঠান থেকে লেনদেন করতে পারবে না।

মার্কিন বাণিজ্য বিভাগ থেকে জানানো হয়, উইঘুর, কাজাখের সংখ্যালঘু গোষ্ঠীকে নিপীড়ন, দমন, আটক এবং তাদের বিরুদ্ধে উচ্চ প্রযুক্তির নজরদারি করার জন্য ২৮ প্রতিষ্ঠানকে অভিযুক্ত করা হয়েছে।

তবে এখনও পর্যন্ত চীনা সরকার এই সিদ্ধান্তের বিরুদ্ধে কোনো প্রতিক্রিয়া জানায় নি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত