বিশ্ববিদ্যালয়ে বোমা বিস্ফোরণে বহু শিক্ষার্থী আহত

প্রকাশ : ০৯ অক্টোবর ২০১৯, ১১:৪০

আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় গজনি বিশ্ববিদ্যালয়ের শ্রেণিকক্ষে আচমকা বিস্ফোরণে অন্তত ২৩ শিক্ষার্থী গুরুতরভাবে জখম হয়েছেন বলে দাবি কর্তৃপক্ষের।

৮ অক্টোবর (মঙ্গলবার) স্থানীয় সময় সকাল ৯টা ৪০ মিনিটে বিশ্ববিদ্যালয়টিতে অবস্থানরত শিক্ষার্থীদের লক্ষ্য করেই মূলত হামলাটি চালানো হয়।

গজনির প্রাদেশিক হাসপাতালের মুখপাত্র বাজ মোহাম্মেদ হামেদ ভয়াবহ এ হামলায় এখনো কোন মৃতের ঘটনা না ঘটলেও বহু শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানান।

তবে হতাহতদের মধ্যে ১৮ নারী ও ৫ জন পুরুষ রয়েছেন। যদিও এতে অনেক শিক্ষার্থীর অবস্থাই আশঙ্কাজনক।

এখন পর্যন্ত কোনো গোষ্ঠী কিংবা সংগঠনের পক্ষ থেকে হামলার দায় স্বীকার করে কোনো বিবৃতি পাঠানো না হলেও; এতে সশস্ত্র বিদ্রোহী সংগঠন তালিবান জঙ্গিদেরই দায়ী করছে কর্তৃপক্ষ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত