ভারতের সীমান্ত এলাকায় পাকিস্তানি ড্রোন, সতর্কতা জারি

প্রকাশ : ০৮ অক্টোবর ২০১৯, ১৪:৪৭

ভারতের সীমান্ত এলাকায় ঢুকে পড়েছে পাকিস্তানি ড্রোন। এই পরিপ্রেক্ষিতে সীমান্তে সতর্কতা জারি করেছে ভারতীয় কর্তৃপক্ষ। এ তথ্য জানিয়েছে ভারতের নিরাপত্তাবাহিনী।

জানা গেছে, পাঞ্জাব সীমান্তে নিরাপত্তা বাহিনী এই ড্রোনের উপস্থিতি লক্ষ্য করেছে। পাঞ্জাব সীমান্তে ফিরোজপুরে হোসেইনিওয়ালা সীমান্তে এ ঘটনা লক্ষ্য করা গেছে। সীমান্ত পেরিয়ে ভারতের দিকে চলে এসেছিল ড্রোনটি।

৭ অক্টোবর (সোমবার) রাত ১০টা থেকে ১০টা ৪০ মিনিটের মধ্যে বেশ কয়েকবার ড্রোনটিকে দেখা যায়। পরে ফের একবার রাত ১২টা ২৫ মিনিট নাগাদ তা ভারতীয় সীমান্ত পার হয়ে এপারে চলে আসে।

এদিকে, আজ ৮ অক্টোবর (মঙ্গলবার) সকাল থেকেই ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী সীমান্তে নজরদারি বাড়িয়ে দিয়েছে। কারণ কিছুদিন আগে পাঞ্জাব সরকার দুটি ড্রোন বাজেয়াপ্ত করে। ড্রোন দুটি দিয়ে সীমান্ত পেরিয়ে এপারে অস্ত্র ফেলে যাওয়া হয়েছিল। এটা সেই ধরনের কোনও কাজ কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

প্রসঙ্গত, এর আগে চীনা ড্রোন ব্যবহার করে পাঞ্জাব সীমান্তে একে ৪৭ রাইফেল এবং আরও বেশ কিছু অস্ত্র ফেলে গিয়েছিল পাকিস্তান। তারপর থেকেই সীমান্তে নজরদারি আরও বাড়িয়ে দেওয়া হয়েছে।

খবর- ওয়ান ইন্ডিয়া

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত